চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন চলছে
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ। সকাল ৯টা থেকে আইনজীবী সমিতি মিলনায়তনে ভোটগ্রহণ চলছে। ভোটগ্রহণ শেষ হবে বিকেল ৪টায়।
এবারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৯টি পদে তিনটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫০ জন প্রার্থী। মোট ভোটারসংখ্যা তিন হাজার ৩৯৪ জন।
প্যানেলগুলোর মধ্যে রয়েছে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ, বাম ধারার সমমনা আইনজীবী সংসদ ও বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ।