অপরাধ করলে সমাজপতিদেরও শাস্তি পেতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Looks like you've blocked notifications!
সাভারের আশুলিয়ার বাইপাইলে আজ শুক্রবার সকালে বিএনসিসি ক্লাবের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ছবি : এনটিভি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আইন সবার জন্যই সমান। সমাজপতি, রাজনৈতিক ব্যক্তি বা প্রশাসনের উচ্চপর্যায়ের কর্তাব্যক্তি যে-ই হোক না কেন, অপরাধ করলে তাঁকে শাস্তি পেতে হবে।

আজ শুক্রবার সকালে সাভারের আশুলিয়ার বাইপাইলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ক্লাবের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

এ সময় গাইবান্ধার সংসদ সদস্য লিটন হত্যাকাণ্ডের ঘটনায় জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য কাদের খানের গ্রেপ্তারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়, অপরাধ করলে শাস্তি হবে।

বিএনসিসি ক্লাবের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বিএনসিসির প্রাক্তন ক্যাডেটরা উপস্থিত ছিলেন।