একুশে ফেব্রুয়ারি জামায়াত নেতার বনভোজনে ইউএনও!

Looks like you've blocked notifications!

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পাবনার আটঘরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামায়াত নেতার সঙ্গে বনভোজনে অংশ নিয়েছেন বলে জানা গেছে।

এ সংক্রান্ত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।

জানা গেছে, ২১ ফেব্রুয়ারির অনুষ্ঠান আটঘরিয়ায় ঢিলেঢালাভাবে পালন করে উপজেলা প্রশাসন। এদিন সকাল ১০টার দিকে উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা শোক দিবস পালন না করে বনভোজনে যান। ঈশ্বরদী উপজেলার পাকশীতে এ বনভোজনে ছিলেন পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির ও আটঘরিয়া উপজেলার চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম এবং ইউএনও মোহাম্মদ সাইদুজ্জামান।

নাম প্রকাশ না করার শর্তে এক মুক্তিযোদ্ধা বলেন, ‘মহান শহীন দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সরকারি কর্মসূচি ঢিলেঢালাভাবে পালন করা হয়েছে। আমরা জেলা জামায়াতে নায়েবে আমির ও উপজেলা চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম খানকে সঙ্গে নিয়ে বনভোজনে যাওয়ায় ইউএনও সাইদুজ্জামানকে ধিক্কার জানাই।’

নাম প্রকাশ না করার শর্তে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের জনৈক প্রধান শিক্ষক বলেন, ‘শোকের এই দিনে উপজেলা প্রশাসনের এই ধরনের আয়োজন সত্যই দুঃখজনক।’

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক বলেন, ‘এ ধরনের আয়োজন হয়েছে কি না আমার জানা নেই। তবে যদি ২১ ফেব্রুয়ারির শোকের দিনে উপজেলা প্রশাসন জামায়াত নেতাকে সঙ্গে নিয়ে এ ধরনের আয়োজন করে থাকে, তাহলে এটা ন্যক্কারজনক।’

আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল গফুর মিয়া বলেন, ‘এ ধরনের আয়োজন নিন্দনীয় ও দুঃখজনক।’

এ ব্যাপারে মাওলানা জহুরুল ইসলাম খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি।

ইউএনও মোহাম্মদ সাইদুজ্জামান জানান, বিষয়টি আগে থেকেই নির্ধারিত ছিল। তাই সব কর্মসূচি পালন শেষে পাকশী যাওয়া হয়েছিল।