নারায়ণগঞ্জে স্কুলের দেয়াল ধসে নারীর মৃত্যু
নারায়ণগঞ্জে একটি স্কুলের দেয়াল ধসে পড়ে নাজমা আক্তার (৩২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের গলাচিপা এলাকায় এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, সকালে ঝড়ের সময় নাজমা আক্তার ঘরের কাজের জন্য ইট আনতে গলাচিপা সরকারি বালক-বালিকা প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালের কাছে যান। এ সময় আকস্মিকভাবে স্কুলের ওই দেয়ালটি ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই দেয়াল চাপা পড়ে তাঁর মৃত্যু হয়।
দেয়ালটি অনেক পুরোনো এবং কিছুটা ক্ষতিগ্রস্ত ছিল। সে কারণে আজ প্রবল বৃষ্টিতে তা হঠাৎ করে ভেঙে পড়ে বলে জানান ওসি।
নিহত নাজমা মুন্সীগঞ্জের জেলার লৌহজং থানার কুলতলি গ্রামের বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জের গলাচিপা এলাকার হাজি আশরাফ আলীর বাড়িতে ভাড়া থাকতেন।