শিক্ষক-ছাত্রলীগ ‘সমঝোতায়’ নেতারা খালাস
শিক্ষকদের ওপর এসিড নিক্ষেপের ঘটনায় করা মামলায় বেকসুর খালাস পেয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রলীগের সাত নেতা। আজ বৃহস্পতিবার রংপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মনজুরুল বাছিদ এ রায় দেন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হাসনাইন রফিক বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।
খালাসপ্রাপ্ত নেতারা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান শিশির, সহসভাপতি মোহাম্মদ আলী রাজ, সহসভাপতি হাদিউজ্জামান হাদী, সহসভাপতি রোকনুজ্জামান রোকন, সহসভাপতি রাজিব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সিহাব উদ্দিন।
ছাত্রনেতারা বেকসুর খালাস পাওয়ায় পর ছাত্রলীগের নেতা-কর্মীরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড় এলাকায় আনন্দ-মিছিল বের করেন।
এ ব্যাপারে মামলার বাদী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. আবু ছালেহ ওয়াদুদুর রহমান তুহিন বলেন, শিক্ষকরা ছাত্রদের ক্ষমা করে দিয়েছেন। সেটি আদালতে বিচারককেও জানানো হয়। পরে বিচারক সবাইকে খালাস দিয়ে দেন।
২০১৩ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ক্যাম্পাসে আনন্দ মিছিল বের করেছিল ছাত্রলীগ। সেই সময় বেরোবির তৎকালীন উপাচার্য ড. মুহাম্মদ জলিল মিয়ার বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষকরা প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে অবস্থান করছিলেন।
এ সময় একদল দুর্বৃত্ত আন্দোলনরত শিক্ষকদের ওপর এসিড নিক্ষেপ করলে কয়েকজন শিক্ষক আহত হন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. আবু ছালেহ ওয়াদুদুর রহমান তুহিন বাদী হয়ে ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন।