কাঁচপুরের পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

Looks like you've blocked notifications!

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ সোমবার সকালে ওই ভবনে আগুন লাগে। শেষ খবর পাওয়া পর্যন্ত সকাল সাড়ে ৯টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আগুনের বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রধান কার্যালয়ের কর্মকর্তা মাসুদুর রহমান আকন্দ জানান, সকাল ৮টার দিকে সিনহা ওপেক্স গ্রুপ ভবনের ১২ তলায় আগুন লাগে। খবর পেয়ে আটটি ইউনিট ঘটনাস্থলে যায়। দেড় ঘণ্টা চেষ্টার পর সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

মাসুদুর রহমান আকন্দ জানান, আগুন নিয়ন্ত্রণে ডেমরা ফায়ার সার্ভিসের দুটি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রধান কার্যালয়ের তিনটি, নারায়ণগঞ্জের আড়াইহাজারের দুটি ও আদমজীর একটি অগ্নিনির্বাপণ ইউনিট কাজ করেছে।

আগুনের সূত্রপাত সম্পর্কে মাসুদুর রহমান জানান, সিনহা ওপেক্স গ্রুপ ভবনের ১২ তলাটিতে সুইং সেকশন অবস্থিত। সেখানে কোনো যন্ত্রের শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তদন্তের পর জানানো হবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

তবে সিনহা ওপেক্স গ্রুপের কেউই অগ্নিকাণ্ডের বিষয়ে কোনো মন্তব্য করেননি।