চান্দিনায় পেট্রলবোমায় দগ্ধ রঞ্জিত শর্মার মৃত্যু

Looks like you've blocked notifications!
ফাইল ছবি

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে পেট্রলবোমার ঘটনায় দগ্ধ রাঙামাটি সরকারি কলেজের সাবেক অধ্যাপক রঞ্জিত শর্মা মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ১০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁর মৃত্যু হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক বার্ন ইউনিটের চিকিৎসকদের বরাত দিয়ে রঞ্জিত শর্মার মৃত্যুর বিষয়টি জানান। তিনি জানান, আগুনে তাঁর শ্বাসনালি গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছিল। বার্ন ইউনিটের চিকিৎসক জানান, পেট্রলবোমায় রঞ্জিতের মুখমণ্ডলসহ শরীরের ৪৪ শতাংশ পুড়ে গিয়েছিল।

মৃত রঞ্জিত শর্মার মরদেহ নিজ বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার শাহীরখালি গ্রামে নিয়ে যাওয়া প্রস্তুতি চলছে বলে তাঁর স্বজনরা জানিয়েছেন।

এ ঘটনায় দগ্ধ অন্যরা হলেন সমীর, ইমরান, খোকন চাকমা ও রঞ্জন কুমার দে। তাঁদের মধ্যে রঞ্জন কুমার দে ঢামেক বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানান মোজাম্মেল হক। 

গত ৩ জুন পবিত্র শবে বরাতে রাঙামাটিগামী একটি যাত্রীবাহী বাসে পেট্রলবেমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এ ঘটনায় রঞ্জিত শর্মা ও বিশ্বসাহিত্য কেন্দ্রের উপদেষ্টা রঞ্জন কুমার দেসহ সাতজন দগ্ধ হন। পরদিন এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সাতজনকে ও ৯ জুন চান্দিনা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোশারফ হোসেনসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।