ঘরের মেঝে খুঁড়ে মিলল ২৩ দিনের শিশুর লাশ

Looks like you've blocked notifications!
ঝিনাইদহের সদর উপজেলার কাশিপুর গ্রামে উদ্ধার হওয়া শিশুর লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ছবি : এনটিভি

ঝিনাইদহের সদর উপজেলার কাশিপুর গ্রামে আজ শুক্রবার সকালে ঘরের মেঝে খুঁড়ে ২৩ দিন বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শিশুটির নানি রোজিনা বেগমকে (৪৮) আটক করা হয়েছে।

urgentPhoto

নিহত শিশু রেদোয়ান সদর উপজেলার উদয়পুর গ্রামের রঞ্জু মিয়ার ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, গত সপ্তাহে রঞ্জুর স্ত্রী রেখা খাতুন ছেলে রেদোয়ানকে নিয়ে বাবার বাড়ি কাশিপুর গ্রামে বেড়াতে যান। গতকাল শুক্রবার রাতে ছেলেকে পাশে নিয়ে ঘুমান। সকালে উঠে সন্তানকে দেখতে না পেয়ে চিৎকার করতে থাকেন। এ সময় বাড়ির লোকজন ও প্রতিবেশীরা ছুটে এসে শিশুটিকে খুঁজতে থাকেন। কিন্তু না পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। আজ সকাল ৯টার দিকে পুলিশ এসে বাড়ির একটি ঘরের মেঝে খুঁড়ে শিশুটির লাশ উদ্ধার করে। তার বাবার অভিযোগে শিশুটির নানিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান ওসি।

ওসি জানান, শিশুটিকে শ্বাসরোধে হত্যার পরে মাটি চাপা দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার কারণ সম্পর্কে জানাতে পারেনি পুলিশ।