ফরম পূরণ শুরু হলেও নিবন্ধন কার্ড পায়নি ৭১৫ শিক্ষার্থী
২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের স্নাতক (ডিগ্রি পাস) কোর্সের প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফরম পূরণ শুরু হয়ে গেলেও এখনো পর্যন্ত কুড়িগ্রাম সরকারি কলেজের ৭১৫ জন শিক্ষার্থী তাঁদের নিবন্ধন কার্ড (রেজিস্ট্রেশন কার্ড) পাননি। কর্তৃপক্ষের দাবি, বেশ কয়েকবার যোগাযোগ করে ও প্রতিনিধি পাঠিয়েও তাঁরা নিবন্ধন কার্ড সংগ্রহ করতে পারেননি। এ জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ‘উদাসীনতাকে’ দায়ী করেছেন উদ্বিগ্ন শিক্ষার্থীরা।
কলেজ সূত্র জানায়, স্নাতক পাসকোর্সের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ জরিমানা ছাড়া ১০ জুন থেকে ১৬ জুনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
কুড়িগ্রাম সরকারি কলেজের বিএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী মোছা. রোমানা বেগম এনটিভি অনলাইনকে জানান, ‘আমরা নিবন্ধন কার্ডের জন্য নির্দিষ্ট সময়ে কাগজপত্র দিয়েছি। এখন ফরম পূরণ শুরু হয়ে গেলেও সেই নিবন্ধন কার্ড আমরা পাইনি। এ অবস্থায় আমাদের শিক্ষাজীবন অনিশ্চয়তার মধ্যে পড়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের দেওয়া নির্দিষ্ট সময়ে ফরম পূরণ করতে না পারলে আমাদের অতিরিক্ত ৮০০ থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে বলে।’
একই বিভাগের ছাত্র মো. আতিকুর রহমান বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে নিবন্ধন কার্ডের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মো. মাহাবুবুর রহমানের সঙ্গে যোগাযোগ করেছি। তিনি আমাকে বলেছেন, দু-একদিনের মধ্যে রেজিস্ট্রেশন কার্ড পাওয়া যাবে। কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। আমাদের দাবি, দ্রুত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন কার্ড প্রদান করে জরিমানা ছাড়াই শিক্ষার্থীদের ফরম পূরণের ব্যবস্থা করা হোক।’
এ ব্যাপারে কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাবিহা খাতুন বলেন, কুড়িগ্রাম সরকারি কলেজের বিএ প্রথম বর্ষের ৩০০ জন, বিএসএস প্রথম বর্ষের ১৭৪ জন, বিবিএস প্রথম বর্ষের ২১৭ জন এবং বিএসসি প্রথম বর্ষের ২৪ জনসহ মোট ৭১৫ জন শিক্ষার্থীর নিবন্ধন-সংক্রান্ত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুবার পাঠানো হয়েছে। পাশাপাশি কলেজ থেকে প্রতিনিধিও পাঠানো হয়েছে। কিন্ত এখন পর্যন্ত নিয়মিত এসব শিক্ষার্থীর নিবন্ধন কার্ড পাওয়া যায়নি।
অধ্যক্ষ আরো বলেন, কর্তৃপক্ষের সঙ্গে বারবার যোগাযোগ করা হলে তারা বলছে, দু-একদিনের মধ্যে রেজিস্ট্রেশন কার্ড পাওয়া যাবে। ফরম পূরণের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন কার্ড পাওয়া না গেলে বিব্রতকর অবস্থায় পড়তে হবে।