অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার : র্যাব

রাজবাড়ী সদর উপজেলায় এক ব্যক্তিকে আটকের পর জিজ্ঞাসাবাদে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল শুক্রবার বিকেলে বশির উদ্দিন (২৭) নামে ওই যুবককে আটক করে র্যাব। পরে আজ শনিবার তাঁর দেওয়া তথ্যানুয়ায়ী পাচুরিয়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
র্যাব-৮ ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রইচ উদ্দিন ও কমান্ডার হুমায়ুন কবির জানান, বশির উদ্দিনের বাড়ির আঙিনার কাঁঠালগাছের নিচ থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি গুলি, পিস্তলের দুটি ম্যাগাজিন ও গুলিসহ দুটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।
বশির উদ্দিনের বাড়ি সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের নবগ্রামে। তাঁর বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান র্যাব কর্মকর্তারা।