রাতে বাঁধ ভেঙে গ্রামে গ্রামে পানি

Looks like you've blocked notifications!
বগুড়ার সারিয়াকান্দিতে গতকাল শুক্রবার রাতে বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়। ছবি : এনটিভি

বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ২০ হাজার মানুষ। স্কুল, বাড়িঘর ডুবে গিয়ে মানুষ এখন শুকনো মাটির সন্ধানে ছুটছে। গ্রামের টিউবওয়েলগুলো ডুবে যাওয়ায়  বিশুদ্ধ খাবার পানির সংকটেও আছে এলাকার মানুষ।    

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন জানান, সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি বিপদসীমার  ৫ সেন্টিমিটার ওপর দিয়ে ১৬ দশমিক ৭৪ সেন্টিমিটারে প্রবাহিত হচ্ছে। শুক্রবার রাতে তীব্র স্রোতে গোদাখালীর এলাকায় নির্মাণাধীন বন্যানিয়ন্ত্রণ বাঁধের ৬০ মিটার ভেঙে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে যায়। এতে প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বন্যায় গোদাখালী এলাকার রাস্তাঘাট ডুবে গেছে। হাঁটুপানি পার হয়ে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করছে, মালপত্র সরিয়ে নিচ্ছে। ঘরের ভেতর পানি প্রবেশ করায় ঘরের চৌকিতে এক রকম পা গুটিয়েই বসে আছে ওই এলাকার মানুষ। বন্যার পানিতে ডুবে গেছে স্কুলঘরের প্রায় অর্ধেক পর্যন্ত। টিউবওয়েলগুলো ডুবে যাওয়ায় বিশুদ্ধ খাবার পানির সংকটেও পড়েছে এলাকার মানুষ। 

এ ছাড়া অনেকে নিজেদের বাড়ির চাল আর টিনের বেড়া খুলে নিয়ে বাঁধের ওপর শুকনো স্থানে কোনো রকমে মাথা গোজার ঠাঁই করে নিচ্ছে। সেখানেই অস্থায়ীভাবে কোনো রকমে দিন পার করছে এ এলাকার মানুষ। এ ছাড়া টানা বর্ষণে জ্বালানি ও খাদ্যসংকট তীব্র আকার ধারণ করেছে।      

তবে গতকাল রাতে ওই এলাকায় বন্যার পানি প্রবেশ করলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো শুকনো খাবার বা বিশুদ্ধ খাবার পানির কোনো ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ করে এলাকাবাসী।