বরগুনায় অর্থ আত্মসাৎ, ইউপি চেয়ারম্যান বরখাস্ত

Looks like you've blocked notifications!
ইউপি চেয়ারম্যান এ কে এম নূরুল হক। ছবি : এনটিভি

অর্থ আত্মসাতের অভিযোগে বরগুনার আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ কে এম নূরুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ রোববার সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়।

আদেশে উল্লেখ করা হয়, চেয়ারম্যান এ কে এম নূরুল হকের বিরুদ্ধে উত্থাপিত অর্থ আত্মসাৎ সংক্রান্ত ছয়টি অভিযোগের মধ্যে তিনটির সত্যতা প্রমাণিত হওয়ায় তাঁর দ্বারা ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থী বলে সরকার মনে করে। তাই স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪ (১) ধারায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ বিষয়ে জানতে ইউপি চেয়ারম্যান এ কে এম নূরুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।

বরগুনার জেলা প্রশাসক ড. মহা. বশিরুল আলম বলেন, চেয়ারম্যান এ কে এম নূরুল হকের বিরুদ্ধে আনা অভিযোগের তিনটির সত্যতা মিলেছে এ সংক্রান্ত একটি প্রতিবেদন তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন। তবে বরখাস্তের চিঠি এখনো তাঁর কাছে এসে পৌঁছায়নি বলে তিনি জানান। এ বিষয়ে তিনি খোঁজ নিয়ে জানবেন বলেও জানিয়েছেন।