বড়াইগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে
নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। আজ সোমবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য বিএনপির পক্ষ থেকে দাঁড়িয়েছেন রাশেদুল ইসলাম রাসেল। অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে লড়ছেন ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
উপনির্বাচনে ৮১টি কেন্দ্রে ভোট দিচ্ছেন ভোটাররা। বড়াইগ্রাম উপজেলার ভোটার সংখ্যা দুই লাখ সাত হাজার ৩৭৬ জন। তবে ঘন কুয়াশার কারণে সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি অনেক কম লক্ষ করা গেছে।
ভোটকেন্দ্রগুলোর পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বেশ তৎপর রয়েছেন। ২০১৫ সালের ২৭ ডিসেম্বর বিএনপিদলীয় চেয়ারম্যান অধ্যক্ষ একরামুল আলমের মৃত্যুতে পদটি শূন্য হয়।