ইউপি সদস্যের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

Looks like you've blocked notifications!

কুড়িগ্রামের রৌমারীতে ভিজিডি কার্ডের তালিকায় নাম দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানায়, দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুর রাজ্জাক গত ৩ মার্চ সকাল ১০টার দিকে একই গ্রামের এক শারীরিক প্রতিবন্ধী গৃহবধূকে ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণ করেন। এ সময় ওই এলাকার আতোয়ার রহমান তাঁদের দেখে ফেললে ইউপি সদস্য দ্রুত সটকে পড়েন। পরে আতোয়ার রহমান বিষয়টি গ্রামের মাতবরদের জানান। 

গ্রামের মাতবর এশাদুল হক বলেন, ‘আতোয়ারের কাছে অভিযোগ পাওয়ার পর রাজ্জাকের বাড়িতে গিয়ে জানতে পারি ঘটনার পরপরই সে আত্মগোপনে চলে গেছে।’

ওই গৃহবধূ (২৫) বলেন, ‘রাজ্জাক মেম্বার অনেক দিন থেকে ভিজিডির তালিকায় নাম দেবে বলে আমাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। তাতে আমি রাজি হইনি। ঘটনার দিন আমি বাবার বাড়ি থেকে আসার সময় জোর করে চরের ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণ করে। আমি এর বিচার চাই।’

যোগাযোগ করা হলে ইউপি সদস্য আবদুর রাজ্জাক বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। ঘটনার দিন আমি কুড়িগ্রামে ছিলাম। রোববার বাড়িতে এসে এসব শুনছি।

নির্বাচন করে মেম্বার (ইউপি সদস্য) হয়েছি। আমার অনেক শত্রু আছে, তারাই আমার নামে এই বদনাম ছড়াচ্ছে। আমিও খুঁজছি এর মূল হোতা কে?’ 

এ বিষয়ে দাঁতভাঙ্গা ইউপির চেয়ারম্যান শামছুল হক বলেন, ‘ঘটনাটি লোকমুখে শুনেছি। তবে কেউ আমার কাছে অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহানী জানান, এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। পেলে ব্যবস্থা নেওয়া হবে।