হিলিতে মানবপাচারের অভিযোগে আটক ১
দিনাজপুরের হিলি সীমান্তের চুড়িপট্টি এলাকা থেকে মানবপাচারকারী সন্দেহে ডালিম শেখ (৩০) নামের একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার বিকেল ৪টায় তাঁকে আটক করা হয়।
আটক ডালিমের বাড়ি হাকিমপুর উপজেলার মধ্যবাসুদেবপুর গ্রামে।
বিজিবির হিলি চেকপোস্ট ক্যাম্পের নায়েক সুবেদার আবদুল জব্বার জানান, ডালিম শেখ দীর্ঘদিন ধরে হিলি সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে বিনা পাসপোর্টের মাধ্যমে বাংলাদেশ-ভারতে মানব পারাপার করছিলেন। বিজিবির তালিকাভুক্ত মানবপাচারকারী হিসেবেও তাঁর নাম রয়েছে। আজও সীমান্ত দিয়ে মানব পাচারের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাঁকে চুড়িপট্টি এলাকা থেকে আটক করে। এ সময় তাঁর সঙ্গী কয়েকজন পালিয়ে যায়। এ ব্যাপারে হাকিমপুর থানায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে তিনি জানান।