পাবনায় সাংবাদিকের বাবার ইন্তেকাল
চ্যানেল টোয়েন্টিফোর ও দৈনিক করতোয়ার পাবনা জেলা প্রতিনিধি শাহিন রহমানের বাবা আবদুর রাজ্জাক (৫৫) আর নেই। আজ মঙ্গলবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আবদুর রাজ্জাক পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা ছিলেন। আজ দুপুর ১২টার দিকে হৃদরোগে আক্রান্ত হলে স্বজনরা তাঁকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি মা, স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।
আবদুর রাজ্জাকের মৃত্যুতে পাবনা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, সম্পাদক আখিনুর ইসলাম রেমন, সাবেক সম্পাদক এ বি এম ফজলুর রহমান গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
আজ মঙ্গলবার বাদ এশা মথুরাপুর বাহাদুরপুর মাদ্রাসা মাঠে মরহুমের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।