পরীক্ষা শেষে শিক্ষার্থীকে ছুরি মেরে জখম

Looks like you've blocked notifications!
আহত দীপ্ত কুমার কান্তিকে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি : এনটিভি

মাগুরায় ছুরিকাঘাতে এক মাধ্যমিক (এসএসসি) পরীক্ষার্থী জখম হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

আহত দীপ্ত কুমার কান্তিকে (১৭) গুরুতর অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে মাগুরা সরকারি ভোকেশনাল ইনস্টিটিউটের ছাত্র। তাঁর বাড়ি শহরের আঠারখাদা এলাকায়।

এ ঘটনায় আটক করা হয়েছে শহরের পারনান্দুয়ালী ব্যাপারীপাড়ার বাসিন্দা দেলোয়ার হোসেন দিলুকে।

মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. মিলন হোসেন দাবি করেন, আজ বুধবার দুপুর ১টার দিকে মাগুরা সরকারি ভোকেশনাল ইনস্টিটিউট থেকে পরীক্ষা দিয়ে বের হয় দীপ্ত। এ সময় দিলু তাকে ছুরিকাঘাত করে।

স্থানীয়রা দীপ্তকে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ স্থানীয়দের সহায়তায় দিলুকে আটক করে বলে জানান এসআই। তিনি আরো দাবি করেন, দিলু পুলিশকে জানিয়েছে, দীপ্ত তার এক চাচাতো বোনকে উত্ত্যক্ত করত। এর জেরেই এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।