এবার পঞ্চগড়ে পৌর কাউন্সিলরদের কর্মবিরতি শুরু
সরকার পৌরসভার কাউন্সিলরদের মাসিক সম্মানী ভাতা আট হাজার টাকা নির্ধারণ করেছে। এটিকে বৈষম্যমূলক ও অসম্মানজনক উল্লেখ করে আট দফা দাবি আদায়ে পঞ্চগড়ের পৌরসভার কাউন্সিলররা আজ বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন। এতে ভোগান্তিতে পড়েছেন পৌর নাগরিকরা। বঞ্চিত হচ্ছেন নাগরিক সেবা থেকে।
বাংলাদেশ পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশন পঞ্চগড় শাখার সভাপতি পঞ্চগড় পৌরসভার প্যানেল মেয়র আশরাফুল আলম, সাধারণ সম্পাদক মাজেদুর রহমান চৌধুরী বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক পৌর কাউন্সিলরদের বৈষম্যমূলক ও অসম্মানজনক মাসিক সম্মানী ভাতা নির্ধারণের প্রতিবাদে এবং আট দফা দাবি আদায়ের লক্ষ্যে গত ৩০ জানুয়ারি মানববন্ধন করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করি। কিন্তু তাঁদের দাবির প্রতি সরকার কোনো সম্মান দেখায়নি। বাধ্য হয়ে তাঁরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন।
পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, জেলা পরিষদের একজন সদস্যের মাসিক সম্মানী ভাতা ৩৫ হাজার টাকা। সেখানে পৌর কাউন্সিলরদের মাসিক সম্মানী ভাতা মাত্র আট হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা চরম অসম্মানজনক ও বৈষম্যমূলক। এই অমানবিক ভাতা প্রত্যাহার ও সংশোধনের দাবি জানান তাঁরা।
পঞ্চগড় পৌরসভার নারী কাউন্সিলর দিলখুশা বেগম প্রধান বলেন, ‘আমরা জনগণকে ভোগান্তিতে ফেলতে চাই না। বাধ্য হয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছি। ক শ্রেণির পৌরসভা হিসেবে কাউন্সিলরদের সম্মানী ভাতা কমপক্ষে ২৫ হাজার টাকা করার দাবি জানাচ্ছি।’
পঞ্চগড় পৌরসভার মেয়র তৌহিদুল ইসলাম বলেন, কাউন্সিলররা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করায় পৌরসভার কর্মকাণ্ডে অচলাবস্থা দেখা দিয়েছে। তবে কাউন্সিলরদের দাবিকে তিনি যৌক্তিক মনে করেন।