খুলনায় পাটকল শ্রমিকদের সড়ক অবরোধ
বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ পাঁচ দফা দাবিতে খুলনা-যশোর সড়ক অবরোধ করেছেন পাটকল শ্রমিকরা। আজ রোববার বেলা ১১টা থেকে চার ঘণ্টাব্যাপী খুলনার নতুন রাস্তা মোড়ে এ কর্মসূচি শুরু হয়েছে। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত সাতটি জুট মিলের শ্রমিকরা এই অবরোধ কর্মসূচিতে অংশ নিয়েছেন।
পাঁচ দফা দাবি আদায়ের জন্য কয়েক মাস ধরে রাষ্ট্রায়ত্ত জুট মিলের শ্রমিকরা আন্দোলন করে আসছিলেন। গত ৬ মে ঢাকায় সংবাদ সম্মেলন করে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ ও নন-সিবিএ ঐক্য পরিষদ সংবাদ সম্মেলন করে ১৬ দিনের কর্মসূচি ঘোষণা করে। সেই ঘোষিত কর্মসূচি আজ সড়ক অবরোধের মাধ্যমে শেষ হচ্ছে।
সড়ক অবরোধের আগে সকালে খালিশপুরের জুট মিলগুলোর সামনে শ্রমিকরা সমবেত হন। পরে তাঁরা মিছিল করে নতুন রাস্তা মোড়ে এসে সড়কের ওপর অবস্থান নেন।
অবরোধ কর্মসূচিতে বক্তব্য রাখেন রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ ও নন-সিবিএ ঐক্য পরিষদের আহ্বায়ক মো. সোহরাব হোসেন, সদস্য সচিব এস এম জাকির হোসেন। এ সময় সোহরাব হোসেন বলেন, তাঁদের পাঁচ দফা দাবি মেনে নেওয়া না হলে আগামীতে আরো কঠিন কর্মসূচি দেওয়া হবে।