নাশকতার মামলায় বিএনপিনেতা সোহেল কারাগারে

Looks like you've blocked notifications!
হাবিব-উন-নবী খান সোহেল। পুরোনো ছবি

রাজধানীর রমনা থানা এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা নাশকতার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম সাব্বীর ইয়াসির আহসান চৌধুরী এই আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম আজ ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে বিএনপি নেতা সোহেলকে একদিনের রিমান্ড শেষে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। গত ৭ মার্চ ঢাকার মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ তাঁকে একদিনের রিমান্ডে পাঠান।

সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মাহমুদুর রহমান এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন।

গত সোমবার অন্য একটি মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর কারা ফটক থেকে আবার আটক করা হয় বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব-উন-নবী খান সোহেলকে।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ৯ জানুয়ারি রমনা থানাধীন এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটান অজ্ঞাত আসামিরা। এ ঘটনায় রমনা থানার এসআই আতিকুর রহমান বাদী হয়ে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে মামলাটি করেন।