টাঙ্গাইলে স্থানীয় সরকারমন্ত্রী

তৃণমূল থেকে দেশের উন্নয়ন হচ্ছে

Looks like you've blocked notifications!

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশ গড়েছে আওয়ামী লীগ। আর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়। আওয়ামী লীগের উন্নয়নের ধারাবাহিকতায় আগামী অর্থবছরে পাঁচ লাখ কোটি টাকার বাজেট ঘোষণা করা হবে।

বর্তমান সরকার তৃণমূল থেকে দেশের উন্নয়নে কাজ করছে উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, আগামী ২০২১ সালের মধ্যেই দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। এক নেত্রী দেশের উন্নয়ন করছেন, আরেক নেত্রী দেশ ধ্বংস করার চক্রান্ত করে থাকেন বলেও মন্তব্য করেন তিনি। 

আজ বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা কমপ্লেক্সের নবনির্মিত সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হল রুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মন্ত্রী। 

টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, সংসদ সদস্য মনোয়ারা বেগম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শ্যামাপ্রসাদ অধিকারী প্রমুখ।

পরে মন্ত্রী টাঙ্গাইল শহর ঘেঁষে বয়ে চলা লৌহজং নদীর খননকাজ পরিদর্শন করেন।