সাবেক পৌর চেয়ারম্যান আবদুর রাজ্জাক আশীষ আর নেই
শেরপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুর রাজ্জাক আশীষ আর নেই।
আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশীষ মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল জানান, ডায়াবেটিসজনিত কারণে আবদুর রাজ্জাক আশীষ বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ সন্ধ্যায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী আবদুর রাজ্জাক আশীষ সাবেক মন্ত্রী মরহুম খোন্দকার আবদুল হামিদের হাত ধরে বিএনপিতে যোগ দেন। পরবর্তীতে তিনি জেলা যুবদলের সভাপতি, শহর বিএনপি ও জেলার সংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি এবং সর্বশেষ জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন।
আশীষ বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে শেরপুর পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। গত পৌর নির্বাচনেরও তিনি মেয়র প্রার্থী ছিলেন। মাত্র দেড়শ ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থীর কাছে পরাজিত হন।
আবদুর রাজ্জাক আশীষের মৃত্যুতে শেরপুরে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।