মেহেরপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৪

Looks like you've blocked notifications!
মেহেরপুর সদর উপজেলায় গতকাল দিবাগত রাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত চারজনের লাশ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ছবি : এনটিভি

মেহেরপুর সদর উপজেলায় পুলিশের সঙ্গে ‘ব্ন্দুকযুদ্ধে’ চারজন নিহত হয়েছেন।

গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নূরপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত চারজন হলেন সদর উপজেলার সোনাপুর গ্রামের সাদ্দাম হোসেন (২৫), রমেশ (২৪), সোহাগ (২৭) ও কানন (২৫)। তাঁরা একই গ্রামের আবদুল মজিদ ও আসাদুল হত্যার  আসামি বলে ধারণা করছে পুলিশ।  তাঁদের লাশ মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

পুলিশের ভাষ্য, বন্দুকযুদ্ধে জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি) আহসান হাবীবসহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ জানান, রাত আড়াইটার দিকে কিছু সন্ত্রাসীকে ধাওয়া করে পুলিশের একটি দল। নুরপুর মোড়ে পৌঁছালে সন্ত্রাসীরা পুলিশের দিকে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হয় চার সন্ত্রাসী। 

এ বিষয়ে জানতে চাইলে মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবু এহসান রাজু জানান, রাত পৌনে ৪টার দিকে গুলিবিদ্ধ চারজনকে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। হাসপাতালে আসার আগেই তাঁদের মৃত্যু হয়েছে।