বাঁকখালী নদী বাঁচাতে মানববন্ধন

কক্সবাজারের ঐতিহ্যবাহী বাঁকখালী নদী দখল ও বর্জ্যমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন পরিবেশবাদীরা। আজ মঙ্গলবার দুপুর ১২টায় কক্সবাজার পৌরসভা চত্বরে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদ, সেভ দ্য নেচার এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে অভিযোগ করা হয়, বাঁকখালীকে দখল ও দূষণমুক্ত রাখতে উচ্চ আদালতের নির্দেশনা থাকলেও কক্সবাজার পৌর কর্তৃপক্ষ সকাল-বিকেল বাঁকখালী নদীতে বর্জ্য ফেলে দূষণ করছে। একই সঙ্গে বর্জ্য এবং মাটি দিয়ে ভরাট করে প্লট আকারে বিক্রি করছে কয়েকটি প্রভাবশালী চক্র।
মানববন্ধনে শেষে অংশগ্রহণকারীরা মৌন মিছিল করে বাঁকখালী নদী পরিদর্শন করেন এবং সেখানেও সংক্ষিপ্ত মানববন্ধন করে।
মানববন্ধনে বক্তব্য দেন বাপার কেন্দ্রীয় কমিটির সদস্য ও কক্সবাজার জেলা কমিটির সভাপতি ফজলুল কাদের চৌধুরী, বাপা সদস্য সাইফুল ইসলাম চৌধুরী কলিম, বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা দিপু, সেভ দ্য নেচারের সভাপতি কল্লোল দে, কোস্ট স্ট্রাস্টের প্রকল্প সমন্বয়কারী অধ্যাপক মকবুল আহমেদ প্রমুখ।