তিস্তা চুক্তির জন্য দুই দেশই চেষ্টা করছে : পানিসম্পদমন্ত্রী

Looks like you've blocked notifications!
পানিসম্পদ নিয়ে আয়োজিত কর্মশালায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। ছবি : এনটিভি

‘দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করার জন্য তিস্তা চুক্তির জন্য চেষ্টা করছে ভারত ও বাংলাদেশ সরকার।’

আজ বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে পানি সম্পদের পরিস্থিতি নিরূপণ শীর্ষক কর্মশালায় সাংবাদিকদের এ কথা জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং এবং পানিসম্পদ পরিকল্পনা সংস্থার উদ্যোগে ওই কর্মশালার আয়োজন করা হয়।

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘বাংলাদেশ চায় তিস্তা চুক্তি, বাংলাদেশ চায় আমাদের হিস্যা আমাদের পাওয়া উচিত। সরকার সর্বতভাবে চেষ্টা করছে। হয়তো এর বাহ্যিক প্রকাশ আপনারা দেখছেন না। ভারতের যে কেন্দ্রীয় সরকার আছে তারাও চেষ্টা করছে একটা সমঝোতার জন্য। কারণ বর্তমানে বাংলাদেশ ও ভারতের একটা সম্পর্ক উন্নয়নের পর্যায়ে আছে।’

প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তার পানি বণ্টনের সুরাহা হবে কি না জানতে চাইলে মন্ত্রী জানান, ভারতের সঙ্গে অনেক  ইস্যুরই মীমাংসা হয়েছে, তিস্তার ব্যাপারেও সরকার আশাবাদী।

কর্মশালায় দেশের পানি সম্পদের ব্যবহার এবং আগামী দিনের পরিকল্পনা তুলে ধরা হয়। ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা এবং পানি সম্পদের ব্যবহারে ভারত, ভুটান, নেপাল এবং চীনকে নিয়ে আঞ্চলিক পরিকল্পনারও তাগিদ দেওয়া হয় কর্মশালায়।