ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

Looks like you've blocked notifications!

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহতের দাবি করেছে পুলিশ। জেলার কুটি চৌমুহনীতে গতকাল বুধবার গভীর রাতে ওই বন্দুকযুদ্ধের ঘটনার কথা জানিয়েছে পুলিশ। 

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন আহমেদ জানান, নিহতের নাম তাজুল ইসলাম আল মাহমুদ (৪৫)। তাঁর বাড়ি হবিগঞ্জ জেলার নবীঞ্জের খাদুল্লাপুর গ্রামে। তিনি ‘মামা হুজুর’ নামে কুটি চৌমুহনী এলাকায় পরিচিত ছিলেন।

ওসি মহিউদ্দিন আহমেদ জানান, তাজুল ইসলামের ওপর অনেক দিন ধরেই পুলিশের নজরদারি ছিল। গতকাল বুধবার গভীর রাতে তাজুল ও তাঁর সহযোগীরা গোপনে নাশকতার পরিকল্পনা করছে—এমন খবর পেয়ে পুলিশ সেখানে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তিরা ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে পুলিশের পাঁচ সদস্য আহত হন।

এ সময় পুলিশও পাল্টা ১২ রাউন্ড গুলিবর্ষণ করে। গুলিতে তাজুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে দেশি অস্ত্র ও অবিস্ফোরিত ককটেলের উদ্ধারের দাবি করেছে পুলিশ। 

ওসি আরো জানান, গত ১৮ ফেব্রুয়ারি কসবায় এক কবিরাজকে গলা কেটে হত্যার ঘটনায় নিহত তাজুল ইসলামের সম্পৃক্ততা রয়েছে।