বৈদ্যুতিক তার পড়ে অগ্নিকাণ্ড, নিহত ১
দিনাজপুর শহরের নিউটাউনে আজ সোমবার ১১০০ কেভি বিদ্যুতের তার ছিড়ে বাড়ির টিনে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে তিনজন। আহতদের দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সোমবার শহরের নিউটাউন এলাকায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের রাস্তার খুঁটি থেকে ১১ কেভি বিদ্যুতের তার ছিড়ে একটি বাড়ির টিনে পড়লে শটসার্কিট হয়ে আগুন লাগে। এ সময় বিছানায় শুয়ে থাকা অবস্থায় বিদ্যুতায়িত হয়ে গৃহকর্ত্রী মিরজান নেছা ঘটনাস্থলেই মারা যান। এ সময় তাঁর ছেলে আজাদুল ইসলাম, পুত্রবধূ রশিদা বেগম ও নাতনি সাবিনা ইয়াসমিন আহত হয়েছেন। নিহত মিরিজন নেছা উপশহর এলাকার মৃত জব্বার আলীর স্ত্রী।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ঘরে থাকা ব্যক্তিদের উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
দিনাজপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জাকির হোসেন জানান, বৈদ্যুতিক শটসার্কিটের মাধ্যমে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। অগ্নিকাণ্ডে দুটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে এবং কয়েকটি ঘরের আংশিক ক্ষতিসাধিত হয়েছে।