নাটোরে পিকআপের ধাক্কায় বাবা ও শিশু সন্তান নিহত
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় পিকআপভ্যানের ধাক্কায় বাবা ও তাঁর শিশুসন্তান নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার মালিপাড়া গ্রামের দুলাল সরদার (৪০) ও তাঁর ছেলে সিয়াম (৩)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম শামসুর নূর জানান, দুলাল সরদার স্ত্রী ও শিশুসন্তানকে নিয়ে রিকশাভ্যানে চেপে বনপাড়া মিশন হাসপাতালে যাচ্ছিলেন। পথে বনপাড়া বাজারে একটি পিকআপভ্যান তাঁদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশু সিয়ামের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় দুলাল সরদার ও স্ত্রী নিলুফারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে দুলালের মৃত্যু হয়।