মোংলায় দস্যু সন্দেহে দুজন আটক

Looks like you've blocked notifications!
সুন্দরবনের মোংলার চাঁদপাই রেঞ্জের পশুর নদীর চারাখালী খাল থেকে আজ বৃহস্পতিবার দুপুরে দস্যু সন্দেহে দুজনকে আটক করে র‌্যাব। ছবি : এনটিভি

সুন্দরবনের মোংলার চাঁদপাই রেঞ্জের পশুর নদীর চারাখালী খাল থেকে দস্যু সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা বনদস্যু কবিরাজ বাহিনীর সদস্য। এ সময় তাদের কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্র ও ১৩টি গুলি উদ্ধার করা হয়েছে।

আটক হওয়া দুজন হলেন মোংলার আমড়াতলা গ্রামের সহিদুল শেখ ও ফকিরহাট উপজেলার লকপুর গ্রামের সিরাজুল ইসলাম।

র‌্যাব ৮-এর উপাধিনায়ক মেজর আদনান কবির দাবি করেন, কবিরাজ বাহিনী জেলেদের অপহরণ করার পর বনের চারাখালী খালে অবস্থান নিয়ে মুক্তিপণ আদায় করছিল। গোপনে সংবাদ পেয়ে আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ওই এলাকায় অভিযান চালায় র‍্যাব।

এ সময় দস্যুরা পালানোর চেষ্টা করলে দুজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক, একটি বিদেশি রাইফেল, দুটি ওয়ানশুটার গান, ১৩টি গুলি, দুটি ধারালো অস্ত্র ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়।

আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের পর খুলনার দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাব কর্মকর্তা।