নতুন করারোপ নেই, রাস্তাকে অগ্রাধিকার
নতুন করে কোনো কর আরোপ না করেই ২০১৫-১৬ অর্থবছরের জন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ৪৮৮ কোটি ৯০ লাখ ৮৪ হাজার ৬১৭ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ সোমবার সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রাঙ্গণে বাজেট ঘোষণা করেন সিটি মেয়র ডা. সেলিনা হায়াত আইভি।
এ সময় মেয়র জানান, ২০১৪-১৫ অর্থ বছরের তুলনায় এবারের ঘোষিত বাজেটের আকার দ্বিগুণেরও বেশি। ঘোষিত বাজেটে নগরবাসীর উন্নয়নের জন্য ব্যয় ধরা হয়েছে ৪৮৬ কোটি ৮০ লাখ টাকা। এর মধ্যে অবকাঠামো উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৪৩৮ কোটি ৩৮ লাখ টাকা।
এবারের বাজেটকে উদ্বৃত্ত বাজেট উল্লেখ করে সেলিনা হায়াত বলেন, অর্থবছর শেষে দুই কোটি এক লাখ টাকা উদ্বৃত্ত থাকবে। এবারের বাজেটে সিটি করপোরেশন নাগরিক সুবিধা বৃদ্ধির জন্য রাস্তা, ড্রেনেজ, খেলাধুলা এবং চিত্তবিনোদনকে অগ্রাধিকার দিয়ে কাজ করবে বলেও জানান তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্যানেল মেয়র ওবায়েদ উল্লাহ এবং করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা কামাল মজুমদার।