খালেদা জিয়ার বেয়াইয়ের ইন্তেকাল
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর শ্বশুর প্রকৌশলী সৈয়দ মো. হাসান রেজা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শনিবার দুপুর ১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসান রেজার মৃত্যু হয়।
সৈয়দ মো. হাসান রেজার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, কিডনি রোগে আক্রান্ত হলে গত ১২ মার্চ সৈয়দ মো. হাসান রেজাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। ১৪ মার্চ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতালে তাঁকে দেখতে যান।
শায়রুল কবির খান আরো জানান, রাত পৌনে ৮টায় সৈয়দ মো. হাসান রেজার মরদেহ বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসায় নেওয়া হয়। এ সময় বেয়াইয়ের মরদেহ দেখে শোকার্ত হয়ে পড়েন তিনি। পরে স্বজনদের দেখার জন্য মরদেহ বনানীর ডিওএইচএসের বাসায় নেওয়া হয়। এরপর রাতে মরদেহ ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা হবে।
এদিকে লন্ডন থেকে মরহুমের দুই মেয়ে দেশে ফিরলে কাল রোববার বাদ জোহর জানাজা হতে পারে। এরপর বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
এর আগে সৈয়দ মো. হাসান রেজার মৃত্যুর খবর পেয়ে ইউনাইটেড হাসপাতালে যান এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, দলের স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, বিকল্পধারার মুখপাত্র মাহী বি চৌধুরী।
সৈয়দ মো. হাসান রেজার মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।