সিলেটে লাগাতার পরিবহন ধর্মঘট শুরু
পুলিশি হয়রানি ও বিভিন্ন সেতুতে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবিতে সিলেট জেলায় শুরু হয়েছে লাগাতার পরিবহন ধর্মঘট।
তিনটি পরিবহন সংগঠনের ডাকা এই ধর্মঘটে সিলেটের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ কার্যত অচল হয়ে পড়েছে। ধর্মঘটের কারণে আজ মঙ্গলবার সকালে শহর থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি।
পুলিশি হয়রানি ও বিভিন্ন সেতুতে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবিতে সিলেট জেলায় আজ সকাল ৬টা থেকে লাগাতার পরিবহন ধর্মঘটের ডাক দেয় জেলা সড়ক পরিবহন শ্রমিক সংগ্রাম কমিটি।
সিলেট জেলা পরিবহন ইউনিয়নের সভাপতি সেলিম আহমেদ ফলিক জানান, কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই গত ১ মে থেকে সিলেট শহরতলির লামাকাজী এলাকার এম এ খান সেতুর টোল ট্রাকপ্রতি ৩৫ টাকার পরিবর্তে ১০০ টাকা করে নেওয়া শুরু হয়। এ ব্যাপারে জেলা প্রশাসকসহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরে আবেদন করেও কোনো প্রতিকার পাননি তাঁরা।
এ ছাড়া বিভিন্ন জায়গায় পরিবহন শ্রমিকদের পুলিশি হয়রানি ও অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবিতে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এবং ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এ ধর্মঘট আহ্বান করেছে। সম্মিলিতভাবে জেলা সড়ক পরিবহন শ্রমিক সংগ্রাম কমিটির ব্যানারে এ আন্দোলন চলবে বলে জানিয়েছেন সংগঠনগুলোর নেতারা।