সাংবাদিক আফতাব হত্যা মামলার রায় ২৮ মার্চ

Looks like you've blocked notifications!
ফটোসাংবাদিক আফতাব আহমেদ। ছবি : সংগৃহীত

ফটোসাংবাদিক আফতাব আহমেদ (৭৮) হত্যা মামলার রায় ঘোষণার জন্য আগামী ২৮ মার্চ দিন নির্ধারণ করেছেন আদালত।

আজ সোমবার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরদার এ দিন ধার্য করেন। মামলার যুক্তিতর্ক শুনানি শেষে আজ দিন নির্ধারণ করা হয়। এ মামলায় মোট ২০ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ২৪ ডিসেম্বর রাতে রাজধানীর পশ্চিম রামপুরা ওয়াপদা রোডে ৬৩ নম্বরের নিজ বাসায় খুন হন ফটোসাংবাদিক আফতাব আহমেদ। পরদিন সকালে তাঁর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। চারতলার ওই বাড়ির তৃতীয়তলায় আফতাব আহমেদ একাই বসবাস করতেন।

পরবর্তী সময়ে ২০১৪ সালের ২৫ মার্চ আফতাব আহমেদের গাড়িচালক মো. হুমায়ুন কবিরসহ পাঁচজনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা র‍্যাব ৩-এর উপপরিদর্শক আশিক ইকবাল।

মামলার আসামিরা হলেন আফতাব আহমেদের গাড়িচালক মো. হুমায়ুন কবির, মো. বিল্লাল হোসেন, হাবিব হাওলাদার, মো. রাজু মুন্সী, মো. সবুজ খান ও মো. রাসেল (পলাতক)।