স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ চারজনের যাবজ্জীবন

Looks like you've blocked notifications!
লক্ষ্মীপুরে মো. রাব্বী হত্যা মামলায় রায় ঘোষণা শেষে তাঁর স্ত্রী, শ্বশুর-শাশুড়িসহ চার আসামিকে কারাগারে নিয়ে যায় পুলিশ। ছবি : এনটিভি

লক্ষ্মীপুরে মো. রাব্বী নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে তাঁর স্ত্রী, শ্বশুর-শাশুড়িসহ চার আসামিকে যাবজ্জীবন দণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. আবুল কাশেম চৌধুরী এ রায় দেন।

দণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন রাব্বীর স্ত্রী রেজিয়া বেগম, শ্বশুর জয়নাল আবেদিন, শাশুড়ি জোসনা আক্তার ও তাঁদের স্বজন মো. আলম। তাঁরা সবাই লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা।

লক্ষ্মীপুর জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর রায়পুর উপজেলার দেনায়েতপুর গ্রামে শ্বশুরবাড়ির বাগানে মো. রাব্বীকে শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন রাব্বীর বাবা নুরুল আমিন পাটোয়ারী বাদী হয়ে রাব্বীর স্ত্রী রোজিয়া, শ্বশুর জয়নাল আবেদিন, শাশুড়িসহ চারজনের বিরুদ্ধে থানায় মামলা করেন।

গত বছরের ২৫ নভেম্বর পুলিশ ওই মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আজ চার আসামির সবাইকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করেন।