সিলেটে বালুবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ২
সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের খিলপাড়ায় বালুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন সিলেটের মাছিমপুর এলাকার সরাফত মিয়ার ছেলে আসলাম মিয়া (২৫) ও নেত্রকোনার রানীঠাকুর গ্রামের আবদুল জব্বারের ছেলে সাইফুল ইসলাম (২০)।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর জানান, আজ সকালে সিলেট থেকে ট্রাকটি ফেঞ্চুগঞ্জ যাচ্ছিল। পরে খিলপাড়া এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাকের ওপর থাকা দুই শ্রমিক বালু চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।