সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে : হান্নান শাহ
সত্য প্রকাশের ভয়ে সরকার সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ। আজ মঙ্গলবার সংবাদপত্রের ‘কালো দিবস’ উপলক্ষে রাজধানীতে এক আলোচনা সভায় এ অভিযোগ করেন তিনি।
১৯৭৫ সালের ১৬ জুন তৎকালীন বাকশাল সরকার চারটি সংবাদপত্র রেখে বাকিগুলো বন্ধ করে দিয়েছিল। সেই দিবস স্মরণে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল এ সভার আয়োজন করে। এম এ হালিমের সভাপতিত্বে এতে সাংবাদিক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আলোচনা করেন।
আ স ম হান্নান শাহ বলেন, ‘আগে আইন করে সংবাদপত্র বন্ধ করা হতো। এখন আইন করে বন্ধ করে না। আমাদের রাজনৈতিক নেতাদের যেভাবে হুমকি-ধমকি, হামলা-মামলা-নির্যাতন করে তাঁরা দমন করার চেষ্টা করছেন। ঠিক তেমনিভাবে সাংবাদিকদেরও একই কায়দায় চেষ্টা করছেন।’
‘সকল স্বৈরতন্ত্র, যাঁরা একনায়কতন্ত্র, তাঁরা সংবাদপত্রকে দাবিয়ে রাখতে চান। কেন? এ জন্যই দাবিয়ে রাখতে চান, কোন সময় না জানি সংবাদপত্র তাঁদের কোনো কুকীর্তি ফাঁস করে দেয়,’ যোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য।