কিডনি রোগাক্রান্ত মামুন বাঁচতে চান
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নন্দীরহাটের বাসিন্দা মো. আবদুল আল মামুনের (২৭) দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে।
মামুনের বাবা ছাবের আহমেদ, মা মরহুম বুলবুলি বেগম। চার ভাই, এক বোনের মধ্যে সবার মামুন বড়। মামুনকে ঘিরেই পরিবারটি বেঁচে থাকার স্বপ্ন দেখছিল। মামুন অল্প বয়সে সংসারের দায়িত্ব কাঁধে তুলে নেন। একটি ক্যাবল সংযোগ প্রতিষ্ঠানের টেকনিশিয়ানের কাজ শুরু করেন। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় জটিল কিডনি রোগ। মামুনের দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে।
জীবনের সর্বস্ব দিয়ে ছেলেকে বাঁচানোর জন্য ভারতে নিয়ে যান বাবা ছাবের আহমদ। ভারতের চিকিৎসকরা জানান, মামুনকে বাঁচাতে হলে দ্রুত একটি কিডনি প্রতিস্থাপন করতে হবে। এ জন্য ১০ থেকে ১২ লাখ টাকা প্রয়োজন। কিন্তু দিনমজুর বাবা ছাবের আহমদের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। আর মামুনের ওপরই নির্ভর করছে ছয় সদস্যের পুরো পরিবারের ভবিষ্যৎ।
মামুনের বাবা ছাবের আহমদ সমাজের দানশীল, দয়াবান, ধনবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে ছেলের জন্য সাহায্যের আবেদন করেছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা :
স্টান্ডার্ড ব্যাংক, চৌধুরীর হাট শাখা, অ্যাকাউন্ট নং ২০৮৩৪০০০০৫৪৬, বিকাশ নং ০১৮২৮৮৯৫৪০০
এ ছাড়া সরাসরি যোগাযোগ করুন নওরিন স্যাটেলাইট, নন্দীরহাট, হাজী সেকান্দর মিয়া ম্যানসন, মোবাইল-০১৮১৮৬৭৩৮৫৬।