‘যাদেরকে ধরেন, তাদেরকে মেরে দেন’
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/03/23/photo-1490262374.jpg)
জঙ্গিবাদ নিয়ে সরকার ভয়ংকর খেলায় মেতেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস সামনে রেখে আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপির প্রস্তুতি সভায় দেওয়া বক্তব্যে ফখরুল এ মন্তব্য করেন।
সভায় মির্জা ফখরুল বলেন, ‘আমি অত্যন্ত ভীত-সন্ত্রস্ত, উদ্বিগ্ন যে কোন দিকে সরকার আমাদের নিয়ে যাচ্ছে। আমি এই কথাটা খুব স্পষ্ট করে, আমি জানতে চাই যে, আপনাদের আসল লক্ষ্যটা কী। যদি জঙ্গিবাদ নির্মূল করতে চান, তাহলে অবশ্যই সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে সত্যিকার অর্থে রহস্য উদঘাটন করেন।’ ‘যাদেরকে ধরেন, তাদেরকে মেরে দেন। ক্রসফায়ারে হোক বা অন্য কিছু হোক। এখন পর্যন্ত একটাকেও আপনারা হাজির করেন নাই।’
বিএনপির মহাসচিব বলেন, ‘কিছুদিন পরে আসলেন, নির্মূল হয়ে গেছে। জঙ্গিবাদ নির্মূল। তাহলে আবার এই জঙ্গিবাদ বাড়ছে কেন? তাহলে আবার এই ঘটনাগুলো ঘটছে কেন? এটা আপনাদেরকে জবাব দিতে হবে। জনগণের সামনে তুলে ধরতে হবে।’
অনুষ্ঠানে ২৬ মার্চ রাজধানীতে বিএনপির স্বাধীনতা দিবসের র্যালি সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বক্তারা। অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনেরও দাবি জানান তাঁরা।