লক্ষ্মীপুরে দুই ভাইয়ের যাবজ্জীবন
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার আলোচিত মাদ্রাসাছাত্র আরমান হোসেন তুষার (১২) হত্যা মামলার রায়ে দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আকতার হোসেন এ রায় দেন।
দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন রামগঞ্জ উপজেলার মধ্য বিঘা গ্রামের আবদুর রহিমের ছেলে আলমগীর ও আরিফ। রায় ঘোষণার সময় তাঁরা আদালতে উপস্থিত ছিলেন।
নিহত তুষার বিঘা আহম্মদিয়া ফাজিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, রামগঞ্জ উপজেলার পূর্ব শেখপুরা গ্রামের তুষার ২০১০ সালের ২৩ আগস্ট রমজানের রাতে নামাজ আদায় করতে বাড়ি থেকে বের হলে পাশের গ্রামের আবদুর রহিমের ছেলেরা তুলে নিয়ে যান।পরের দিন দুপুরে উদিমপাড়ার নির্জন মাঠে গলা ও পেট কাটা অবস্থায় তুষারের লাশ পাওয়া যায়।
এ ঘটনায় তুষারের বাবা কৃষক কালু মিয়া বাদী হয়ে রামগঞ্জ থানায় আবদুর রহিমের ছেলে ফারুক, ইউসুফ, আলমগীর ও আরিফের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ঘটনার পর বিভিন্ন সময় পুলিশ অভিযান চালিয়ে মামলার চার আসামিকেই গ্রেপ্তার করে। পরে পুলিশ তদন্ত শেষে আসামি আলমগীর ও আরিফের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। হত্যাকাণ্ডে জড়িত থাকার ঘটনায় এ দুই আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মামলার রায়ের প্রতিক্রিয়ায় তুষারের বাবা কালু মিয়া বলেন, ‘আমি এ রায়ে সন্তুষ্ট নই। যেভাবে আমার নিষ্পাপ ছেলেকে গলা ও পেট কেটে হত্যা করা হয়েছে- এতে আমি আসামিদের ফাঁসি চাই। আমাদের কোনো শত্রু নেই, তারপরও কী কারণে, কারা এ হত্যার পরিকল্পনা করেছে তাও পরিষ্কার হয়নি।’
এ ব্যাপারে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. জসিম উদ্দিন বলেন, শিশু তুষার হত্যা মামলার রায়ে আদালত দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন। এ সময় দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।