বাংলাদেশ ব্যাংকে আগুনের ঘটনায় জিডি

Looks like you've blocked notifications!

বাংলাদেশ ব্যাংকে আগুনের ঘটনায় রাজধানীর মতিঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

আজ শুক্রবার বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক নুরুল ইসলাম মতিঝিল থানায় এ জিডি করেন।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জিডিতে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে আনুমানিক ৯টা ২০ মিনিটে বাংলাদেশ ব্যাংকে আগুন লাগে। এরপর দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

আগুনের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান ও ব্যাংকের নির্বাহী পরিচালক আহমেদ জামাল জানান, বাংলাদেশ ব্যাংক ভবনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। তিনি বলেন, ভবনের ১৪তলায় বৈদেশিক মুদ্রানীতি শাখার মহাব্যবস্থাপকের (জিএম) কক্ষে আগুনের সূত্রপাত হয়। এতে কক্ষের ১৫ শতাংশ পুড়ে যায়। চেয়ার-টেবিলের সঙ্গে কিছু কাগজপত্রও পুড়ে গেছে। এ ছাড়া দুটি কম্পিউটার পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ খুবই সামান্য।