ঐতিহ্যবাহী মাঠ রক্ষার দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন

Looks like you've blocked notifications!

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যার তীরে খানপুর নগরে অবস্থিত শত বছরের পুরো বরফকল মাঠ দখল করে বহুতল ভবন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন হয়েছে।  

আজ শনিবার বেলা ১১টা থেকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের সামনে এক ঘণ্টাব্যাপী মানবন্ধন পালিত হয়।

মানব্ন্ধনে খুদে খেলোয়াড়, শিশু-কিশোরসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় তারা ‘মাঠ চাই’ দাবিতে স্লোগান দেয়। মানববন্ধন শেষে  নগরের প্রধান সড়ক দিয়ে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মানববন্ধনে কয়েকজন বক্তা বলেন,  ঐতিহাসিক বরফকল মাঠটি বিআইডাব্লিউটিএর  অধীনে হলেও স্বাধীনতার আগে  থেকেই  স্থানীয়রা এখানে খেলাধুলা করে  আসছে। এই মাঠটিতে খেলেই মোহাম্মদ শরীফ, মোহাম্মদ  শহীদ, রনি তালুকদারসহ অনেকেই জাতীয় ক্রিকেট  দলে  খেলার সুযোগ পয়েছেন। এ ছাড়া  সম্রাট হোসেন এমিলি , স্বপন, জাকির, আলাউদ্দিন , ইসলেউদ্দিন  ইসা, নজরুল ইসলাম, সোহেল রানাসহ জাতীয় ফুটবল দলের অনেক সাবেক ও বর্তমান  খেলোয়াড়ও  এই মাঠে খেলাধুলা করেছেন।

প্রাচীন এই মাঠটির সঙ্গে জড়িয়ে আছে নারায়ণগঞ্জের  অনেক, ইতিহাস, ঐতিহ্য।  দিন দিন মাঠের সংখ্যা কমে আসছে।  মাঠটি দখল হয়ে গেলে স্থানীয় যুবকরা মাদকের দিকে ঝুঁকে পড়বে।

কয়েকদিন ধরেই মাঠটির মাটি পরীক্ষা করছেন বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষ। তারা মাঠটিতে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা করছে।