ভোটাররা আওয়ামী লীগকে সমর্থন দিচ্ছে : সীমা

Looks like you've blocked notifications!
নির্বাচনী প্রচারের এক ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা। ছবি : এনটিভি

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা বলেন, ‘ভোটাররা আওয়ামী লীগকে সমর্থন দিচ্ছে। আগামী ৩০ মার্চ তারা নৌকা প্রতীকে ভোট দিবে।’

আজ রোববার নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। এসময় আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।

সাদামাটা সালোয়ার কামিজ। পায়ে কালো কেডস। সীমা হাঁটেন বেশ দ্রুত। মেয়র পদে প্রার্থী হওয়ার পর দ্রুত ভোটারদের কাছে যাওয়ার চেষ্টা করছেন। তরুণ থেকে শুরু করে বৃদ্ধদের কাছে টেনে নিচ্ছেন। সীমা সুযোগ চান কাজ করার।

স্বাধীনতা দিবসের সকালে আঞ্জুম সুলতানা গণসংযোগ করেন নগরীর ১৫ নং ওয়ার্ডের সংরাইশ এলাকায়। এ সময় তাঁর গণসংযোগে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

দরিদ্র মানুষ বিশেষ করে বস্তিবাসীর উন্নয়নে কাজ করবেন বলে সীমা জানান। এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সীমা বলেন, ‘উন্নয়নের জন্য এখনো সিটি করপোরেশনের অধীনে অনেক প্রকল্প আছে। যেগুলো এনজিও বা বিভিন্ন সংস্থার মাধ্যমে বাস্তবায়ন করা হয়। নির্বাচিত হলে আমি চেষ্টা করব এগুলো সঠিকভাবে পরিচালিত হচ্ছে কি না। যদি হয়, তবে অবশ্যই বস্তিবাসী এর সুফল পাবে।’

আগামী ৩০ মার্চ কুমিল্লা সিটির দ্বিতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। মেয়র পদে এবারই প্রথম প্রার্থী হয়েছেন আঞ্জুম সুলতানা সীমা। ২০১২ সালের প্রথম সিটি নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মনিরুল হক সাক্বু জয়ী হন। ওই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ছিলেন সীমার বাবা আফজল খান।