নীলফামারীতে দুই যুবক আটক, অস্ত্র উদ্ধার
নীলফামারী জেলা শহর থেকে দুই যুবককে আটকের পর তাদের কাছ থেকে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব। গতকাল মঙ্গলবার রাতে জেলা শহরের পিটিআই মোড়ের একটি দর্জি দোকান থেকে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের টেইলার্স ব্যবসায়ী মোন্নাফ (৩৬) ও একই এলাকার মুকিম (৩০)।
নীলফামারী সিপিসি ২-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আকরামুল হোসেন আজ বুধবার সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।