পোলট্রি ফার্মের গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু

Looks like you've blocked notifications!
ময়মনসিংহের ভালুকা উপজেলায় পোলট্রি ফার্মের বর্জ্য ফেলার গর্তে পড়ে নিহত শিশুর স্বজনদের আহাজারি। ছবি : এনটিভি

ময়মনসিংহের ভালুকা উপজেলায় পৃথক দুটি পোলট্রি ফার্মের বর্জ্য ফেলার গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার উপজেলার চানপুর গ্রামে এ ঘটনা ঘটে।  

নিহত শিশুরা হলো চানপুর গ্রামের নুরুজ্জামানের মেয়ে নাদিরা সুলতান (২) ও একই গ্রামের মোশারফ হোসেনের ছেলে আসিফ (৬)। 

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফায়েজুর রহমান জানান, রোববার বিকেলে নাদিরা বাড়ির পাশে রফিকুল ইসলামের পোলট্রি ফার্মের বর্জ্যের গর্তে পড়ে যায়।  পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যার দিকে ওই গর্তে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে। পরে সেখান থেকে লাশটি উদ্ধার করা হয়। নাদিরার মা তাকে নিয়ে টাঙ্গাইল থেকে তাঁর বাবার বাড়ি বেড়াতে এসেছিলেন।  

অপরদিকে, ওই দিন বিকেলে গ্রামের শহীদ মিয়ার পোলট্রি ফার্মের বর্জ্যের পাশে খেলতে গিয়ে গর্তে জমে থাকা পানিতে পড়ে যায় আসিফ। পরিবারের লোকজন সন্ধ্যা ৭টার দিকে ওই গর্ত থেকে অচেতন অবস্থায় আসিফকে উদ্ধার করে। পরে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।