‘আদিবাসী’ কিশোরীকে ধর্ষণের দায়ে ২ জনের যাবজ্জীবন
নাটোরের সিংড়া উপজেলায় মানসিক প্রতিবন্ধী ‘আদিবাসী’ কিশোরীকে ধর্ষণের দায়ে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে আদালত তাদেরকে এক লাখ টাকা করে জরিমানাও করেছে।
সোমবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ রেজাউল করিম এ রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে চারজনকে খালাস দেওয়া হয়েছে।
দণ্ডাদেশপ্রাপ্তরা হচ্ছেন নাটোরের সিংড়া উপজেলায় হোসেনপুরের সুইট প্রামাণিক ও চাঁন মিয়া।
রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী শাহজাহান কবীর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বরাত দিয়ে আইনজীবী জানান, ২০১৫ সালের ২৭ আগস্ট নওগাঁর পতিসর এলাকা থেকে মানসিক প্রতিবন্ধী ‘আদিবাসী’ এক কিশোরীকে ধরে পাশের জেলা নাটোরের সিংড়া উপজেলায় নিয়ে আসেন আসামিরা। সেখানে হোসেনপুর সেতুর নিচে কিশোরীকে গণধর্ষণ করা হয়।
পরে এলাকার লোকজন কিশোরীকে উদ্ধার করে চিকিৎসা দেয়।
এ ঘটনায় সিংড়া পুলিশ বাদী হয়ে ছয়জনকে আসামি করে মামলা দায়ের করে এবং তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।