মৌলভীবাজারে কৃষি-প্রযুক্তি মেলা শুরু

Looks like you've blocked notifications!
কৃষি-প্রযুক্তি মেলা উপলক্ষে সোমবার মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। ছবি : এনটিভি

মৌলভীবাজারে শুরু হয়েছে তিনদিনব্যাপী কৃষি-প্রযুক্তি মেলা। ‘কৃষিই সমৃদ্ধি’ এই স্লোগানে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলা শুরু হয়েছে।

এ উপলক্ষে সোমবার সকালে মৌলভীবাজার উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়েই শেষ হয়। পরে মেলার উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, সদর উপজেলা চেয়ারম্যান মো. মিজানুর রহমান প্রমুখ।। এ ছাড়া উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহাজাহান, উপজেলা কৃষি কর্মকর্তা সুব্রত কান্তি দত্ত।

সভায় এক হাজার ৩০০ কৃষকের মধ্যে বীজ, সার ও আর্থিক সহায়তা দেওয়া হয়। মেলা শেষ হবে বৃহস্পতিবার। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষির উন্নয়ন বিষয়ে কৃষকদের সচেতন ও আগ্রহ বাড়াতে মেলায় বসেছে বিভিন্ন ধরনের স্টল।