ডা. রমেন্দ্র নারায়ণ সরকারের পরলোকগমন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত ঢাকার স্থাপত্য বিষয়ক গ্রন্থ প্রণয়ন কমিটির গবেষক, সাংবাদিক তরুণ সরকারের বাবা ডা. রমেন্দ্র নারায়ণ (৮৪) সরকার গতকাল ২৭ মার্চ সোমবার রাত সাড়ে ৯টায় কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়ায় নিজ বাড়িতে পরলোকগমন করেছেন। তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়েসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বিগত শতাব্দীর পঞ্চাশের দশকে মিটফোর্ড মেডিকেল স্কুল থেকে ডিপ্লোমা করার পর রমেন্দ্র নারায়ণ সরকার সরকারি চাকরিতে দেশের বিভিন্ন অঞ্চলে চিকিৎসাসেবা দিয়েছেন। অবসরের পর তিনি বাঙ্গালপাড়া গ্রামে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত করেছিলেন এবং বিনা পয়সায় চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন।
আজ মঙ্গলবার সকালে প্রয়াত রমেন্দ্র নারায়ণ সরকারের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী ৬ এপ্রিল গ্রামের বাড়িতে হবে তাঁর শ্রাদ্ধানুষ্ঠান।