চট্টগ্রামে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের সরে যেতে নির্দেশ

Looks like you've blocked notifications!
জেলা প্রশাসনের পক্ষে মাইকিং করে অবৈধ বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ছবি : এনটিভি

চট্টগ্রামে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের আগামী এক সপ্তাহের মধ্যে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রম্যামাণ আদালত।

আজ মঙ্গলবার দুপুরে নগরীর লালখান বাজার মতিঝর্ণা এলাকায় অভিযানের প্রথম দিনে শতাধিক বিদ্যুৎ, পানির সংযোগ বিচ্ছিন্ন করার মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। এ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রে মো. হাবিবুল হাসান ও আছিয়া খাতুন।

চট্টগ্রামের ৩০টির অধিক ঝুঁকিপুর্ণ পাহাড়ে প্রায় কয়েক হাজার লোক অবৈধভাবে বসবাস করছে। অভিযানের শুরুতে অবৈধভাবে পাহাড়ে বসবাসকারীদের বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। আগামী এক সপ্তাহের মধ্যে তারা সরে না গেলে পরবর্তী অভিযানের মাধ্যমে উচ্ছেদ করার কথা জানান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। ২০০৭ সালের পর থেকে প্রতি বর্ষায় একাধিকবার পাহাড় ধসে প্রাণ হারায় মানুষ।