ফেনীতে বাসে ‘পেট্রলবোমা’ নিক্ষেপ, দগ্ধ ৩

Looks like you've blocked notifications!

ফেনীর দাগনভূঁইয়া উপজেলায় একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনজন দগ্ধ হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, পেট্রলবোমা নয়, ককটেল বিস্ফোরণে তারা আহত হয়েছে।

আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ফেনী-মাইজদী সড়কে সিলোনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অসীম কুমার সাহা এনটিভি অনলাইনকে বলেন, 'দগ্ধ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।’

ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল হক এনটিভি অনলাইনকে বলেন, ‘দুর্বৃত্তরা বাসের বাইরে রাস্তায় ককটেল নিক্ষেপ করে। তা দেখে তাড়াহুড়া করে নামতে গিয়ে আহত হয়েছে যাত্রীরা।’

যাত্রীবাহী বাসটি ফেনী থেকে নোয়াখালীর বসুরহাট যাচ্ছিল।

এদিকে, চাড়িপোর ডিপোতে রাত ১১টার দিকে স্টার লাইন পরিবহনের দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।