সুনামগঞ্জে উপনির্বাচনের প্রচার শেষ হচ্ছে আজ

Looks like you've blocked notifications!

সুনামগঞ্জ-২(দিরাই-শাল্লা) আসনের উপনির্বাচনের প্রচারণার শেষ দিন আজ। আজ মঙ্গলবার রাত ১২টায় নির্বাচনের প্রচারের কাজ শেষ হচ্ছে। এদিকে আগামীকাল বুধবার নির্বাচনী সরঞ্জাম ভোট কেন্দ্রগুলোতে পাঠানো হবে বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা হাফিজুর রহমান।

গণসংযোগের শেষ দিনে আওয়ামী লীগের প্রার্থী প্রয়াত আওয়ামী লীগের নেতা সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্তা মঙ্গলবার সকাল থেকে দিরাই শহরের চণ্ডীপুর, সাকিতপুর, আনোরপুরসহ বিভিন্ন এলাকায় যান। এ ছাড়া তাঁর পক্ষে দুই উপজেলা দিরাই ও শাল্লার  বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গণসংযোগ করেন।

স্বতন্ত্র প্রার্থী সায়েদ আলী মাহবুব হোসেন সিংহ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। শেষ সময়ে এসে তিনিও  দিরাই উপজেলার বিভিন্ন এলাকায় সিংহ প্রতীকে ভোট চাইছেন।

আগামী ৩০ মার্চ  সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচনে ১১০টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দুই উপজেলায় মোট ভোটার সংখ্যা দুই লাখ ৫২ হাজার ৫০২ জন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা হাফিজুর রহমান জানান, আগামী কাল বুধবার নির্বাচনী সরঞ্জাম ১১০টি ভোটকেন্দ্রে পাঠানো হবে। আগামী বৃহস্পতিবার ভোটগ্রহণের দিন পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও আনসার মোতায়েন থাকবে। ১০ জন ম্যাজিস্ট্রেট নির্বাচনী এলাকায় কাজ করবেন।

গত ৫ ফেব্রুয়ারি সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের  উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মুত্যু হলে এই আসনটি শূন্য হয়।